ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।। সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ,ডিএফএ’র সভাপতি আহসানুজ্জামান ঝন্টু সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
বিজয়ী কলেজের মধ্যে রয়েছে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ,সরকারি কেশব চন্দ্রলন কলেজ,রায়চরণ তারিণী চরণ কলেজ ও ঝিনাইদহ পৌর মডেল কলেজ। টুর্নামেন্টে ১২টি কলেজ অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩রা ডিসেম্বর।

No comments